প্রথম থেকেই জঙ্গলমহলে শিক্ষার প্রসার-সহ একাধিক প্রকল্পের বাস্তবায়নে জোরদার উদ্যোগ নিচ্ছে মমতা সরকার। এবার শিক্ষার সার্বিক প্রসারে জঙ্গলমহলের এলাকাগুলিতে সাঁওতালি মাধ্যমের স্কুল চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিএড কলেজগুলিতে সাঁওতালি ভাষায় পঠনপাঠন চালু করা হবে।
জানা গিয়েছে, ঝাড়গ্রামের ব্লকে ব্লকে কমপক্ষে একটি করে সাঁওতালি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল ও হোস্টেল চালুর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। বিবৃতি জারি করে নবান্নের তরফে জানান হয়েছে, ৮৪৪টি পদে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়াও সাঁওতালি-সহ বিভিন্ন আঞ্চলিক ভাষাগুর প্রসারে আরও কিছু ব্যবস্থার কথাও জানানো হয়েছে।
তবে শুধু সাঁওতালি ভাষাই নয়। ওই স্কুলে ইংরেজি ভাষার শিক্ষকের বন্দোবস্ত থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক দিক থেকেও জঙ্গলমহলের পড়ুয়াদের মধ্যে উৎসাহ বাড়াতে সাঁওতালি নাচ ও মিউজিকের উপর ডিপ্লোমা কোর্স করানোর চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার।
তবে শুধু জঙ্গলমহলেই নয়। উত্তরবঙ্গে রাজবংশীদের শিক্ষার প্রসারেও একাধিক তৎপরতা নিয়েছে রাজ্য সরকার। নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী বছরের জানুয়ারি মাস থেকে উত্তরবঙ্গে ১৯৮টি রাজবংশী মাধ্যমের স্কুলে রাজ্য সরকারে অধীনে পড়াশোনা চালু করা হবে।