ফের সারা দেশে সেরার শিরোপা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের মুকুটে জুড়ল দুটি নতুন পালক। বস্ত্র শিল্পে উন্নতি ঘটিয়ে স্কচ অ্যাওয়ার্ড জিতে নিল বাংলা। সেই সঙ্গে ভবিষ্যতের কথা চিন্তা করে যেভাবে ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তার জন্যও বিশেষ সম্মান পেল তৃণমূল সরকার। মঙ্গলবার নবান্নর তরফে জানানো হয়, হ্যান্ডলুম ও টেক্সটাইল শিল্পে নজর কেড়েছে বাংলা। স্থানীয় হ্যান্ডলুম শিল্পে জোর দিয়ে যেমন বাংলার ঐতিহ্যকে আরও বড় পরিসরে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, তেমনই কর্মসংস্থানও বেড়েছে। আর সেই কারণে স্টার অফ গভর্ন্যান্স – স্কচ অ্যাওয়ার্ড ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল জিতে নিয়েছে রাজ্য সরকারের ব্র্যান্ড ‘তন্তুজ’।
পাশাপাশি, আরও একটি পুরস্কার এসেছে বাংলার ঘরে। ইকোনমিক টাইমস গ্রুপের তরফে ইটি গভর্নমেন্ট ডিজিটেক অ্যাওয়ার্ড উঠেছে রাজ্যের হাতে। চলতি অর্থবর্ষের বাজেট অধিবেশনে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের কথা ঘোষণা করেছিল তৃণমূল সরকার। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, এই নতুন প্রকল্পের আওতায় ১৮ থেকে ৪৫ বছরের যুবক-যুবতীদের এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করবে রাজ্য। এই প্রকল্পে উপকৃত হবেন রাজ্যের মোট ২ লক্ষ বেকার যুবক-যুবতী।