প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত নতুন কিছু নয়। ক্রমাগত একে অপরকে বিঁধেছে দুই সরকার, এবার বিধানসভায় সরব হলেন মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি না পাওয়া রাজ্যবাসীর বঞ্চনা প্রসঙ্গে মতামত রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তাঁর ভাষণে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, কেন্দ্রীয় সরকার গৃহ নির্মাণে এক কানাকড়িও দেয়নি। ১১ লক্ষ ১ হাজার ৭৫৭টি বাড়ি নির্মাণের জন্য টাকা কেন্দ্র সরকার কেন অর্থ বরাদ্দ করছে না, সে বিষয়ে তাঁর ব্যাখ্যাও হাজির করেন মুখ্যমন্ত্রী।
বাংলায় আবাস যোজনার টাকা বরাদ্দ না হওয়া নিয়ে রাজনৈতিক যোগের অভিযোগ স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়।গতকাল বিধানসভায় সর্বসমক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আবাস যোজনায় বাড়ি চাই। এই কথা কেন্দ্রকে বার বার জানানো সত্বেও কাজ হয়নি। এত টিম পাঠানোর পরেও, এত রিপোর্টে দেবার পরেও, এত বার গিয়ে দেখা করার পরেও কেন কাজ হয়নি? আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেও কেন কেন্দ্র টাকা দেয়নি? আমি শুনেছি, কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, রাজনৈতিক কারণে দেওয়া যাচ্ছে না।’
মুখ্যমন্ত্রী বিগত বছরগুলির পরিসংখ্যান ধরে ধরে বিদ্ধ করেন কেন্দ্রীয় সরকারকে। তিনি বলেন, ‘২০১০-১১ সালে আবাস যোজনার জন্য বরাদ্দ ছিল ৪৭২ কোটি। ২০২৩-২৪ সালে তা বেড়ে হয়েছে ৪২৩৩ কোটি টাকা।’ কেবলমাত্র আবাস যোজনা নয়, শিক্ষা ক্ষেত্রে ও সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রের অনীহা নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।