আজ, শুক্রবার তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ। প্রতিবারের মতো এবারও ধর্মতলায় তৈরি হয়েছে বিশাল মঞ্চ। আর সেখানেই দেখা যাচ্ছে চন্দ্রযানে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার! হ্যাঁ, সভাস্থলে আজ সকাল থেকেই নজর কাড়ছে এই রকেট। বরাহনগর পুরসভার কাউন্সিলর দিলীপ নারায়ণ বসু এই অভিনব কায়দায় প্রচার করছেন।
প্রসঙ্গত সদ্দই পঞ্চায়েত ভোটের ফলে রাজ্যজুড়ে তৃণমূলের জয়জয়কার দেখা গিয়েছে। সর্বত্রই উঠেছে সবুজ ঝড়। একইসঙ্গে দেশের বিরোধীরা এক ছাতার তলায় এসে যে নতুন ইন্ডিয়া জোট গড়েছেন সেখানেও মধ্যমণি হয়ে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূল নেত্রীর এদিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে জাতীয় রাজনীতি সম্পর্কে বক্তব্য যথেষ্টই গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে।
