আজ ২১ জুলাই৷ শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দিন শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শহিদ পরিবারের সদস্যরা। এদিন সকালেই তাঁরা দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে।
প্রতি বছর এই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান শহীদ পরিবারের সদস্যেরা৷ তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, সারা বছর তাঁদের তরফে যোগাযোগ রাখা হয় শহিদ পরিবারের সঙ্গে৷ এদিনও তাঁর ব্যতিক্রম হয়নি।
১৯৯৩ সালে ২১ জুলাই যে ১৩ জনের মৃত্যু হয়েছিল, তাদের পরিবারের সদস্য এঁরা৷ এদের সঙ্গেই সকলে সময় কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিন সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কালো রঙের একটি গাড়ি থেকে ভুয়ো পুলিশ গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ছড়ায়৷ ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ভোজালি, আগ্নেয়াস্ত্র, মাদক৷ এমনকি, বেশ কিছু ভুয়ো পরিচয়পত্র৷