বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। পঞ্চায়েত ভোটের আগেও জুন মাসের মাঝামাঝি নাগাদ রাজ্যজুড়ে পুলিশে ৯ হাজার কনস্টেবল নিয়োগের জন্য তোড়জোড় শুরু করেছিল ভবানী ভবন। এবার ভোট মিটতেই রাজ্য পুলিশের দুটি পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ার ফল ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।
বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এবং ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। তা থেকে জানা যাচ্ছে, মোট ১০৮৮ জন সাব ইন্সপেক্টর পদের জন্য নির্বাচিত হয়েছেন। এঁদের মধ্যে ৭৫৩ জনকে নিয়োগ করা হবে ‘আনআর্মড’ শাখায়। ১৮৫ জনকে নেওয়া হচ্ছে ‘আর্মড’ বিভাগে। এবং ১৫০ জন মহিলা নিয়োগ করা হচ্ছে। ওয়্যারলেস অপারেটর পদে নেওয়া হচ্ছে ১২৫১ জনকে। এদের মধ্যে পুরুষ রয়েছেন এক হাজার ১১২৬ জন। মহিলা রয়েছেন ১২৫ জন।
