একের পর এক জেলা থেকে মানুষের ভিড় একুশের ধর্মতলায়। শহরের রাস্তায় ভিড় করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। জননেত্রীকে একবার সামনে থেকে দেখার জন্য কত দূর থেকে হেঁটে এসেছেন কত মানুষ। ২০২৪-এর লোকসভা ভোটের আগে ২১-এর মঞ্চ থেকে কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
দুপুর ১২টা ২৫ মিনিটে সমাবেশের মঞ্চে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের যুবকর্মী-নেতাদেরকে কীভাবে কাজ করার নির্দেশ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? চেনা ডিম-ভাতের মেনুর সঙ্গে বিভিন্ন জায়গাতে মাংস-ভাত থেকে ডাল, আলু-পোস্ত, মেনুতে উঠে আসে বিভিন্ন তারতম্য। শহিদ দিবসের সঙ্গে গ্রাম বাংলা দখলের সেলিব্রেশনের কোলাজই যেন দেখা যায় বিভিন্ন জায়গায়। পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের পর ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে মমতা বেঁধে দেবেন লোকসভার লক্ষ্য।
২১ জুলাইয়ের মঞ্চে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় ছাড়াও বক্তৃতা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, যুবনেত্রী সায়নী ঘোষ, রাজ্য সভাপতি সুব্রত বক্সীর মতো নেতারা। সভার শেষ বক্তা হবেন মমতা। ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে মূলত তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, একটি মঞ্চে থাকবেন তৃণমূলের বিভিন্ন জনপ্রতিনিধিরা, একটিতে থাকবেন দলের ‘শহিদ পরিবার’-এর সদস্যরা এবং মূল মঞ্চে থাকবেন দলের শীর্ষ স্তরের নেতৃত্বরা।