মণিপুরে দুই মহিলাকে নৃশংস অত্যাচারের অভিযোগ। নগ্ন করে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর অভিযোগ। দুই মহিলাকেও যৌন হেনস্থা করার অভিযোগ। এমনকি অভিযোগের তির এক বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে। নগ্ন করে হাঁটানোর দৃশ্য ভিডিয়োবন্দি করা হয়। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড়। নিন্দনীয় ঘটনায় প্রধামন্ত্রীকে নিশানা করে এবার সরব হলে রাহুল গান্ধী।
এদিন ট্যুইট করে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রীর নীরবতা ও নিস্ক্রিয়তা মণিপুরকে নৈরাজ্যের দিকে নিয়ে গেছে। মণিপুরে ভারতের আদর্শকে আক্রমণের এই ঘৃণ্য ছবি দেখে ভারত আর চুপ করে থাকবে না। মণিপুরের জনগণের পাশে রয়েছি। এখন শান্তি রক্ষাই একমাত্র পথ।’ অন্যদিকে, মণিপুর নিয়ে আলোচনার দাবি সংসদে। লোকসভায় মুলতুবি প্রস্তাব কংগ্রেসের। মুলতুবি প্রস্তাব দেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। মণিপুর নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আরজেডি সাংসদেরও।
‘রক্ত জমে যাওয়ার মত দৃশ্য’, মনিপুরের হিংসা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে নিশানা করে ট্যুইট করে তৃণমূল কংগ্রেসও। অনুসন্ধানকারী টিম পাঠাতে কেন্দ্রকে কে বাধা দিচ্ছে? ট্যুইটে প্রশ্ন তুল বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। বিজেপির নারীশক্তির আওয়াজ ফাঁকা বুলি হয়ে দাঁড়াবে। যদি না মণিপুরের মহিলাদের ন্যায় দেওয়া যায়। প্রধানমন্ত্রীর ৭৮ দিনের নীরবতা ছেড়ে এবার বলুন। ট্যুইটে মোদীকে বিঁধে আক্রমণ তৃণমূল কংগ্রেসের।
তবে মণিপুরের প্রশ্নে এবার সংসদেও এককাট্টা বিরোধীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিরোধী দলের বৈঠক। সংসদে কৌশল নির্ধারণের জন্য বৈঠকে বিরোধীরা। মণিপুর নিয়ে আলোচনার দাবিতে একজোট বিরোধীরা। মণিপুর নিয়ে মোদীর বিবৃতির দাবিতে সুর চড়াবে বিরোধীরা। বাদল অধিবেশনে একত্রিশটি বিল আনতে চায় মোদী সরকার।