বাংলার রাজ্যপাল হয়ে আসার পর প্রথম কিছুদিন রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন সি ভি আনন্দ বোস। কিন্তু রামনবমী থেকে শুরু করে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে তাঁর ভূমিকায় ফের রাজ্য-রাজভবনের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এবার বিধানসভার অধিবেশন নিয়েও রাজ্যের সঙ্গে সংঘাত রাজ্যপালের।
চলতি মাস থেকেই বর্ষাকালীন অধিবেশন বসতে চলেছে। রাজ্য সরকার চাইছে আগামী ২৪ জুলাই থেকে সেই অধিবেশন শুরু করতে। নিয়মমাফিক রাজ্য বিধানসভার অধিবেশন ডাকার আগে রাজ্যপালের সন্মতি চেয়ে রাজভবনে ফাইল পাঠানো হয়েছিল। প্রতিবছরই তা করা হয়। কিন্তু এবার সেই ঘটনাই অন্য দিকে মোড় নিয়েছে। রাজ্যপাল সেই ফাইল আটকে রেখে রাজ্যের পরিষদীয় মন্ত্রীকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন। যদি তিনি কোনও কারণে আসতে না পারেন তাহলে রাজ্যের মুখ্যসচিবকে সশরীরে রাজভবনে এসে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে হবে।
কার্যত রাজ্যপাল বুঝিয়ে দিচ্ছেন তাঁর নির্দেশ না মানলে তিনি রাজ্য বিধানসভায় বর্ষাকালীন অধিবেশন বসার অনুমতি দেবেন না। আর তা নিয়েই এবার সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্য ও রাজভবনের মধ্যে। উল্লেখ্য, বিধানসভায় অধিবেশন পর্ব শুরু করার জন্য রাজ্যপালের সম্মতি নিতে হয়। কবে, কোন সময় থেকে অধিবেশন শুরু করা হবে, তার বিস্তারিত তথ্য দিয়ে রাজ্য সরকারের কাছ থেকে ফাইল যায় রাজভবনে। যে ফাইল দেখে রাজ্যপাল অধিবেশন শুরু করার সম্মতি দেন, এটা দস্তুর। কিন্তু এবারে সেই সুরে ঘটেছে ছন্দপতন।
রাজভবন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাজভবনে ফাইল পাঠানো হয়। তারপর রাজভবন থেকে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ফোন আসে বুধবার। যেখানে বলা হয়, পরিষদীয় মন্ত্রীকে সশরীরে রাজভবনে এসে ফাইল নিয়ে যেতে। কিন্তু কলকাতায় ছিলেন না পরিষদীয়মন্ত্রী। তখন রাজভবন থেকে বলা হয়, যদি পরিষদীয় মন্ত্রী না আসতে পারেন, সেক্ষেত্রে রাজ্যের মুখ্যসচিব যেন আসেন। অর্থাৎ এবার রাজ্য ও রাজ্যপালের মধ্যে বিরোধ লেগেছে বিধানসভা অধিবেশনে ‘সম্মতি’ প্রদানকে কেন্দ্র করে। ফলে ২৪ জুলাই থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে কি না, তা এদিন পর্যন্ত নিশ্চিত নয়