কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে মণিপুরে কিছুতেই নিভছে না হিংসার আগুন। গত ৩ মে থেকে নতুন করে অশান্তি দানা বেঁধেছে এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে। সেনা, আধাসেনা নামিয়েও রাশ টানা যাচ্ছে না হিংসায়। এরই মধ্যে অগ্নিগর্ভ মণিপুর ফের সাক্ষী থাকল এক পাশবিক কাণ্ডের। বুধবার সব্ধ্যায় সেখানে রাস্তার মধ্যে ২ মহিলার পোশাক ছিঁড়ে নগ্ন করার অভিযোগ উঠল উন্মত্ত জনতার বিরুদ্ধে। আক্রান্ত দুই মহিলাকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ উঠছে।
বুধবার ওই ঘটনার প্রমাণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি এখন খবর। এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূলের দলীয় টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়, ‘মণিপুরের রক্ত জমে যাওয়া দৃশ্য, কুকি-জো সম্প্রদায়ের দুই মহিলাকে নগ্ন করে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের উপর এক দল পুরুষ যৌন নির্যাতন করছে।’ এরপরেই বিজেপি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করা হয়, ‘মণিপুরে তথ্যানুসন্ধানী দল এবং কমিশন পাঠাতে মোদী সরকারকে কে বাধা দিচ্ছে? নারী এবং শিশুকল্যাণ মন্ত্রী এখনও চুপ কেন?’
মণিপুর সফরে তৃণমূলের প্রতিনিধি দলের অন্যতম তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, প্রধানমন্ত্রীকে সংসদে তাঁরা বলবেন, ‘মন কি বাত’ অনেক হয়েছে, এবার মণিপুর কি বাত বলুন। অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, উত্তর-পূর্বে ভারতীয় ভাবধারা আক্রান্ত। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া চুপ থাকবে না বলে জানান তিনি। অভিযোগ উঠছে, থৌবল জেলায় নংপোক সেকমাই থানার অদূরের দুই মহিলার ওপর হামলার ঘটনা ঘটে।