দেওয়াল লিখন স্পষ্ট ছিল। হলও তাই। হিংসা কবলিত মণিপুর নিয়ে সংসদের দুই কক্ষেই মুলতবি প্রস্তাব পেশ করলেন বিরোধীরা। শুধু তাই নয়, তাঁদের স্পষ্ট বক্তব্য, সেই বিতর্ক শুরু করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। সংসদের বাইরে বিবৃতি দিলে চলবে না।
লোকসভা ও রাজ্যসভায় এদিন কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলের একাধিক নেতা মুলতবি প্রস্তাব দিয়েছেন। মুলতবি প্রস্তাবের দাবির পক্ষে সওয়াল করতে গিয়ে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন বলেন, সংসদের নিয়মেই রয়েছে যে কোনও জরুরি বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন হলে সংসদের সমস্ত আলোচনাকে মুলতবি রেখে তা করা যেতে পারে।
এই দাবি শুনে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেন, সরকার মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু ডেরেক বলেন, শুধু আলোচনার জন্য প্রস্তুত বললে হবে না, প্রধানমন্ত্রী এই বিতর্ক শুরু না করলে কিছুই করতে দেওয়া হবে না। এ ব্যাপারে কোনও আপস করবে না তৃণমূল। কংগ্রেসও একই অবস্থানের কথা জানিয়েছে।
মণিপুরে গত তিন মাস ধরে লাগাতার জাতি দাঙ্গার ঘটনা চলছে। তাতে হতাহতের সংখ্যা অগুনতি। শুধু তা নয়, মহিলা ও শিশুরাও বিপন্ন। এরই মধ্যে বুধবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হচ্ছে। তার পর তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এতেই গোটা দেশে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে।