অবশেষে দেখা দিল জটিলতা কাটার সম্ভাবনা। গত কয়েকদিন ধরেই টালবাহানা চলছিল ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচন নিয়ে টালবাহানা চলছিল। বারবার বদলে যাচ্ছিল নির্বাচনের তারিখ। অবশেষে সূত্র মারফত জানা গেল, আগামী ৭ই আগস্ট হতে পারে কুস্তি সংস্থার নির্বাচন। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। উল্লেখ্য, ফেডারেশনের প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগিররা। কিন্তু আদালতে স্বস্তি পান কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ। মঙ্গলবার দিল্লী আদালতে হাজিরা দেওয়ার জন্য তাঁকে সমন পাঠানো হয়ে। আদালতে হাজিরা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আদালত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।
এরপর ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ আনায় কুস্তির দায়িত্বে অ্যাড হক কমিটি। সেই অ্যাড হক কমিটি প্রথমে স্থির করেছিল ৬ই জুলাই হবে কুস্তি ফেডারেশনের নির্বাচন। পরে তা পিছিয়ে ১১ই জুলাই করা হয়। গুয়াহাটি হাই কোর্টের নির্দেশে তা পিছিয়ে গিয়েছিল আগেই। গত সোমবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেখানে ঠিক করা হয়েছিল, আগামী ২৮শে জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করে গুয়াহাটি হাই কোর্ট। ফলে ওই দিন পর্যন্ত নির্বাচন হওয়ার আর কোনও সম্ভাবনাই নেই। তবে সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ৭ই আগস্ট ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
