বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। এবার ফের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পঞ্চায়েত ভোট মিটতেই এবার ফের বড়সড় নিয়োগের পথে হাঁটতে চলেছে মমতা সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী মাসে অর্থাৎ অগস্টে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ৭ হাজার পদে নতুন নিয়োগ সম্পন্ন হবে।
চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মেডিক্যাল টেকনোলজিস্ট সহ বিভিন্ন পদে চাকরি পাবেন ৭ হাজার জন। এর মধ্যে ৪ হাজার পদ থাকছে জিএনএম নার্সদের জন্য। একই সঙ্গে চিকিৎসকদের পদ থাকছে ১৪০০টি। মেডিকেল টেকনোলজিস্ট পদে নেওয়া হবে ৮৩৫ জনকে। এছাড়া, ৪৩৫টি বিএসসি ও পোস্ট বেসিক নার্স, বিভিন্ন নার্সিং কলেজে ৭৪টি সিনিয়র লেকচারার ও রিডার এবং এসএসকেএম হাসপাতালের হেড এন্ড নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক পদ পূরণ হবে এই নিয়োগ পর্বে।
রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্মী নিয়োগের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ডব্লিউবিএইচআরবি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনও বিলম্ব করা যাবে না। সেই নির্দেশই এবার বাস্তবায়িত হতে চলেছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি সম্পূর্ণ করা হবে রি-সাবমিশন-ও। ভুলের কারণে যেসব চাকরি প্রার্থীর আবেদন বাতিল হয়ে গিয়েছে তাঁদের ওই আবেদন গ্রহণ করতে গেলে কী কী সংশোধন প্রয়োজন, তা ইমেল মারফত সংশ্লিষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে।
একই সঙ্গে জানা গিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই জিএনএম নার্সের প্যানেল প্রকাশিত হচ্ছে। একই সঙ্গে প্রকাশিত হবে ৭৫০টি জিডিএমও পদের প্যানেল এবং ৬০০-র বেশি মেডিকেল অফিসারের প্যানেল। তবে ৪৩৫টি বিএসসি ও পোস্ট বেসিক নার্স, বিভিন্ন নার্সিং কলেজের জন্য ৭৪টি সিনিয়র লেকচারার ও রিডার এবং এসএসকেএম হাসপাতালের হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক পদে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পর প্যানেল প্রকাশ হবে অগস্টের মধ্যেই।