এবার পদ্মশিবিরের অন্তর্দলীয় দ্বন্দ্বের আঁচ পড়ল ক্রীড়াক্ষেত্রেও। যা কার্যত নজিরবিহীন ঘটনা হয়ে রইল ভারতীয় ক্রিকেটে। শাসকদল বিজেপির দুই গোষ্ঠীর কোন্দলের জেরে তালা ঝুলল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে। লোকসভা নির্বাচনের আগে শাসকদলের দুই গোষ্ঠীর প্রকাশ্য বিবাদে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সারা ত্রিপুরাজুড়ে। ত্রিপুরা ক্রিকেট সংস্থা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের অনুগামীদের দখলে রয়েছে। যদিও ওই সংস্থার দখল নিতে মরিয়া মুখ্যমন্ত্রী মানিক সাহার অনুগামী গোষ্ঠী। দুই গোষ্ঠীর লড়াইয়ে বুধবার মুখ্যমন্ত্রীর গোষ্ঠীর নেতারা ত্রিপুরা ক্রিকেট সংস্থায় তালা ঝুলিয়ে দেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরা ক্রিকেট সংস্থাকে ঘিরে দুই গোষ্ঠীর লড়াই দীর্ঘদিনের। বিশেষ করে বিজেপি ত্রিপুরায় ক্ষমতা দখল করার পর ক্রিকেট সংস্থা কার দখলে যাবে, তা নিয়েই চলছে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। একদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, অন্যদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহার গোষ্টী। শেষ পর্যন্ত মানিক সাহার বিরোধী গোষ্ঠী ত্রিপুরা ক্রিকেট সংস্থা দখল করে। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের প্রত্যক্ষ হস্তক্ষেপে ভোটাভুটিতে জয়লাভ করেন তাঁর অনুগামী নেতারা। তারপরই পুনরায় ক্রিকেট সংস্থা দখল নিতে মরিয়া হয়ে ওঠে মানিক সাহা গোষ্ঠীর লোকেরা। এই নিয়ে গত বেশ কিছুদিন ধরে দ্বৈরথ চলছিল দুই গোষ্ঠীর মধ্যে। শেষপর্যন্ত সেই দ্বন্দ্ব প্রকাশ্যে এল। মানিক সাহা গোষ্ঠীর লোকেরা প্রকাশ্যে ত্রিপুরা ক্রিকেট সংস্থায় তারা ঝুলিয়ে দিল। সারা দেশে এমন ঘটনা কখনও ঘটেনি এর আগে। স্বাভাবিকভাবেই এ নিয়ে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বইছে নিন্দার ঝড়ও।
