‘পঞ্চায়েত জিতে বসে থাকা চলবে না। সামনে আরও বড় লড়াই। রাস্তায় নেমে পড়তে হবে। কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। গোটা অগাস্ট মাস-ই রাস্তায় থাকবে দল। সেপ্টেম্বরে হবে দিল্লি অভিযান।’ একুশে জুলাইয়ের আগেই দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা অভিষেকের।
রাত পোহালেই একুশে জুলাই। তার আগে বুধবার বিভিন্ন ক্যাম্প, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কর্মীদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে, পরিদর্শনে যান। সেই ক্যাম্পে গিয়েই তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দেন অভিষেক।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিপুল জয়ের পর এখন পাখির চোখ ২০২৪-এর লোকসভা ভোট। আর তার আগে এটাই শেষ একুশে জুলাই। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নিয়ে নতুন কী কর্মসূচি ঘোষণা করেন, নতুন কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা। একুশে জুলাইয়ের সভার জন্য ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা কলকাতায় এসে পৌঁছেছেন। তাদের জন্য কলকাতার বিভিন্ন জায়গা যেরকম আলিপুর উত্তীর্ণ, গীতাঞ্জলি স্টেডিয়াম, করুণাময়ী সেন্ট্রাল পার্ক সহ একাধিক স্থানে ক্যাম্প করে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। করা হয়েছে মেডিকেল ক্যাম্পও।