হিংসায় উত্তপ্ত মণিপুর। তিন মাস কেটে গিয়েছে, এখনও অশান্তি থামার নাম নেই। এরমধ্যেই লজ্জাজনক ভিডিয়ো প্রকাশ্যে এল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হচ্ছে। এক দল ব্যক্তি তাঁদের নগ্ন অবস্থায় হাঁটতে বাধ্য করছেন। অভিযোগ, ওই দুই মহিলাকে পরে একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণও করা হয়। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে। শাসক থেকে বিরোধী, সমস্ত রাজনৈতিক দলই এই ঘটনার তীব্র নিন্দা করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করেছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
জানা গিয়েছে, নিন্দনীয় ঘটনাটি ঘটেছে গত ৪ মে। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাঙ্গপোকপি জেলায় দুই মহিলাকে একদল ব্যক্তি জোর করে নগ্ন করে এবং ওই অবস্থায় রাস্তায় ঘোরায়। ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরামের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, নিগৃহীত দুই মহিলা কুকি সম্প্রদায়ের। ওই দুই মহিলা কাতরভাবে সাহায্যের আর্জি জানাচ্ছিলেন। তবুও কেউ এগিয়ে আসেননি। যদিও পুলিশের দাবি, ঘটনাটি অন্য জেলায় ঘটেছে। এফআইআর দায়ের করা হয়েছে কাঙ্গপোকপি জেলা থেকে।
এই ঘটনাটি সামনে আসতেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্য়াণ মন্ত্রী স্মৃতি ইরানি তাঁকে ও মুখ্যসচিবকে ফোন করেছিলেন। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। স্মৃতি ইরানিও টুইট করে জানান, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কোনও অপরাধীদের ছাড় দেওয়া হবে না।