এবার কলকাতা হাইকোর্টে মামলা ঠুকলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষের চিঠি নিয়ে ইতিমধ্যেই বেশ জলঘোলা হয়েছে রাজ্য–রাজনীতিতে। এই নিয়ে আদালতও নির্দেশ দিয়েছে। তার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই মামলায় আগে সুপ্রিম কোর্ট কোনও রক্ষাকবচ দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ৪৮২ ধারায় মামলা দায়ের করতে পারেন তিনি। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজ, বৃহস্পতিবার মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সিবিআই যে তাঁকে ফাঁসাতে চাইছে এটা তিনি প্রকাশ্য মঞ্চ থেকেই বলেছিলেন। গত ২৯ মার্চ শহিদ মিনারের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হেফাজতে নিয়ে মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল সিবিআই। তার জন্য চাপও দেওয়া হয়েছিল। অভিষেকের এই দাবির পরই কুন্তল ঘোষ নিম্ন আদালতের বিচারক এবং হেস্টিংস থানাকে চিঠি লিখে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে সিবিআই তাঁকে চাপ দিচ্ছে। এই অভিযোগ নিয়ে শোরগোল পড়ে যায়।