আর মাত্র কয়েকণ্টার অপেক্ষা। তারপরই প্রতিবছরের মতো ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের শহীদ দিবস সমাবেশ। চলছে শেষ লগ্নের তোড়জোড়। আর এর মধ্যেই ২১শে জুলাইয়ের শহীদ স্মরণ দিবস উপলক্ষ্যে বুধবার দেখা গেল এক অভিনব উদ্যোগ। অনাথ আশ্রমের বাচ্চাদেরকে নিয়ে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হল। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের রাজ্য সম্পাদিকা তথা তৃণমূল নেত্রী পায়েল সরকার। অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের মিডিয়া সেলের ইন চার্জ অভিজিৎ গুপ্তা ছাড়াও উপস্থিত ছিলেন বসাক ইন্টেরিয়ের কর্ণধার সঞ্জীব বসাক, অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের যুব সম্পাদক অরিজিৎ দে, ডিরেক্টর এবং সমাজসেবিকা লোপামুদ্রা মুখোপাধ্যায়।
পাশাপাশি জানা গিয়েছে যে, এই অনুষ্ঠানের সব থেকে মূল বিষয়টি ছিল এই অনাথ আশ্রমের বাচ্চারা তাদের নিজের আবৃত্তি এবং নাচের মাধ্যম মঞ্চকে আলোকিত করা। সেই সব অনাথ শিশুদের প্রতিভা দেখে রীতিমতো গর্ব অনুভব করছেন ওখানকার মানুষজন। অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের রাজ্য সম্পাদিকা তথা তৃণমূল নেত্রী পায়েল সরকার উপস্থিত সকলকে সম্বর্ধনা দেন। এছাড়াও কেক কাটার মধ্যে দিয়ে আলাদা মাত্রা দেওয়া হয় অনুষ্ঠানটিকে।“এরা কেউ অনাথ না”, নিজে হাতে বাচ্চাদের কেক খাইয়ে জানান পায়েল সরকার।