কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে মণিপুরে কিছুতেই নিভছে না হিংসার আগুন। গত ৩ মে থেকে নতুন করে অশান্তি দানা বেঁধেছে এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে। সেনা, আধাসেনা নামিয়েও রাশ টানা যাচ্ছে না হিংসায়। এরই মধ্যে ফের এক পাশবিক কাণ্ডের সাক্ষী থেকেছে অগ্নিগর্ভ মণিপুর। সেখানে রাস্তার মধ্যে ২ মহিলার পোশাক ছিঁড়ে নগ্ন করার অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে। আক্রান্ত দুই মহিলাকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ।
ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। তারপরে গণধর্ষণের শিকার হয়েছেন তাঁরা। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন খবর। তবে বিভিন্ন রাজনৈতিক দল এবং দলের নেতারা তো বটেই, এই নক্কারজনক ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ। এই ইস্যুতে সরকারকে কড়া বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ও। এই ঘটনাকে সংবিধানের চুড়ান্ত ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি। যদি সরকার এই নিয়ে কোন কাজ না করে তাহলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে বাধ্য হবে বলেও জানান তিনি।