রাজ্যে ভোট-পর্ব মিটে গেলেও কিছু জায়গায় এখনও অব্যাহত বিশৃঙ্খলার আবহ। ফলপ্রকাশ হয়ে গিয়েছে প্রায় সপ্তাহখানেক আগে। তবুও অশান্তিতে উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। এবার যুব তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে।
মুর্শিদাবাদের ডোমকলের ধুলাউড়ি অঞ্চলের যুব তৃণমূল সভাপতি আঞ্জারুল শেখের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে তুলসীপুর গ্রামে তাঁর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। আঞ্জারুলের অভিযোগ, ‘‘আমি তৃণমূল সমর্থক বলে আমার বাড়িতে বোমা ছুড়েছে দুষ্কৃতীরা।’’ তৃণমূল নেতা বেশ কয়েক জন সিপিএম কর্মী-সমর্থকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এই বোমাবাজির ঘটনার তদন্ত শুরু করছে তারা।