গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, দিল্লি, জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যগুলি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এবার বাদ গেল না মোদী রাজ্য গুজরাতও। মঙ্গলবার মাত্র কয়েকঘণ্টার মধ্যে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজ্যটিতে। আর তাতেই বানভাসি সোমনাথ, গির, সুরাত এবং রাজকোটের একাধিক এলাকা। সূত্রের খবর, আকস্মিক বন্যার জেরে জলের তলায় চলে গেছে রাস্তাঘাট, বাড়ি, দোকান। পার্ক করে রাখা গাড়ি কোথাও কোথাও প্রায় পুরোটাই ডুবে গেছে জলে। সোশ্যাল মিডিয়ায় সেসব দৃশ্যের ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই।
স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার অনুসারে, গির সোমনাথ জেলার সুত্রপাদা তালুকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে মাত্র ১৪ ঘণ্টায় ৩৪৫ মিমি এবং রাজকোট জেলার ধোরাজি তালুকে ২৫০ মিমি বৃষ্টিপাত হয়েছে বলে সূত্রের খবর, যার মধ্যে মধ্যে ১৪৫ মিমি বৃষ্টি হয়েছে মাত্র ২ ঘণ্টায়। সুরাত এবং জুনাগড়ের কিছু অংশও ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। তবে বিপর্যয় এখনই থামছে না, জানিয়েছে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাতের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
