অবশেষে মঞ্জুর হল সমাজকর্মী তিস্তা শেতলবাদের জামিনের আবেদন। আজ, বুধবার তাঁর স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এএস বোপন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এই আদেশ দিয়েছে। এর আগে ওই বেঞ্চ আদেশ দিয়েছিল যে ১৯শে জুলাই পর্যন্ত গ্রেফতার করা যাবে না তিস্তাকে।
প্রসঙ্গত, গত ১লা জুলাই তিস্তার নিয়মিত জামিনের আর্জি খারিজ করে তাঁকে অবিলম্বে আত্মসমর্পণ করতে বলে গুজরাত হাই কোর্ট। এর পরে অন্তর্বর্তী জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিস্তা। সেই আবেদন মঞ্জুর করে তিন বিচারপতির বেঞ্চের নির্দেশ দিয়েছে যে, দায়রা আদালতের হেফাজতে থাকবে তিস্তার পাসপোর্ট।