গতকালই বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের দ্বিতীয় দিনে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রিত্বের মুখের দৌড়ে নেই কংগ্রেস। আর তারপরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ করার দাবি তুললেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রিত্বের মুখের দৌড়ে নেই কংগ্রেস। আর তাই আমরা চাই সেটা হোক মমতা বন্দ্যোপাধ্যায়।’
প্রসঙ্গত, চব্বিশে দিল্লিতে পরিবর্তনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা। সেই লক্ষ্যেই পাটনার পর গতকাল বেঙ্গালুরুতে বিরোধী বৈঠক বসে। সেই মেগা বৈঠকে এক টেবিলে ছিলেন সোনিয়া, রাহুল থেকে শুরু করে নীতীশ-মমতা। বৈঠকে বসে বিজেপি বিরোধী ২৬টি দল। সেই বৈঠকেই সর্বসম্মত ভাবে বিরোধী জোটের নাম স্থির করা হয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া। যদিও ইন্ডিয়া-র মুখ কে হবেন? তা এখনও চূড়ান্ত নয়। এ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, ১১ জনের কো-অর্ডিনেশন কমিটি তৈরি করা হবে। নাম তাঁরা-ই বেছে নেবে।’
