মঙ্গলবার বেঙ্গালুরুর বৈঠকে নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাতে সায় দেন ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন৷ তারপর এদিক-ওদিক কিছু পরিবর্তনের পর শেষমেশ বিরোধী জোটের নাম ঠিক হয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া। আর তারপর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তৈরি করে ফেলা হল ট্যাগ লাইন— ‘জিতেগা ভারত’।
প্রসঙ্গত, গত ২৩ জুনের পটনা বৈঠকের পরে গত মঙ্গলবারই বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই বৈঠকেই নামকরণ করা হয় নতুন বিরোধী মঞ্চের৷ নাম হয়, ইন্ডিয়া অর্থাৎ, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স৷ নাম প্রস্তাব করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাতে প্রথমে সায় দেন স্টালিন৷ এরপর একে একে মেলে সম্মতি৷ তবে মমতার প্রস্তাবিত ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’-এর ‘ডেমোক্র্যাটিক’ শব্দটি বদলে ‘ডেভলপমেন্টাল’ করার প্রস্তাব দেন রাহুল গান্ধী৷ সেই প্রস্তাবে সম্মতও হন সকলে৷ এই ঘটনায় দীর্ঘ ১৯ বছরের পরে ভারতীয় রাজনীতি থেকে ধুয়ে মুছে গেল ইউপিএ৷
