মোদী জমানায় বারবারই ব্যাঙ্কের থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে ঋণখেলাপি হয়ে দেশত্যাগ করতে দেখা গিয়েছে দেশের একের পর এক শিল্পপতিকে। এবার বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসির মতো ঋণখেলাপিদের জন্য নয়া সুবিধা আনছে মোদী সরকার!
ব্যাঙ্ক ঋণ না মেটালেও আর অপরাধী নয় কর্পোরেটরা। উল্টে, মোট ঋণের কমপক্ষে ৪০ শতাংশ মিটিয়ে তাদের দায়মুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে। দাবি করা হচ্ছে, ব্যাঙ্কগুলির অনাদায়ী সম্পদের বোঝা কমানোর জন্য এটাই নাকি মোদী সরকারের নবতম ফর্মুলা। যদিও সাধারণ দেশবাসীর জন্য এমন কোনও নীতি নেই। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের সেই মাথার ঘাম পায়ে ফেলে ঋণ মেটাতেই হবে।
