নাম প্রস্তাব করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপরে তাতে সায় দিলেন এম কে স্টালিন৷ তারপর এদিক-ওদিক কিছু পরিবর্তন৷ শেষ ছোঁয়া এল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছ থেকে৷ I.N.D.I.A অর্থাৎ, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স৷ মঙ্গলবার বেঙ্গালুরুর বৈঠকে এই ভাবেই এক নামের নীচে এল বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দল৷ এরই সঙ্গে দীর্ঘ ১৯ বছর পরে অবলুপ্ত হয় সেই নাম..ইউপিএ (ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স)৷
প্রথমে যে নাম প্রস্তাব করা হয়েছিল, তা ছিল- ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স৷ পরে রাহুল গান্ধী ডেমোক্র্যাটিক শব্দটি বদলে ডেভলপমেন্টাল করার প্রস্তাব দেন৷ তারপরেই চূড়ান্ত হয় নাম৷
তবে শুধুমাত্র তৃণমূল নেত্রী নন, নামের প্রস্তাবনা এসেছিল অনেকের কাছ থেকেই৷ যেমন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির প্রস্তাব ছিল, ‘উই ফর ইন্ডিয়া’, সিপিআই এর ডি রাজা প্রস্তাব দিয়েছিলেন ‘সেভ ডেমোক্র্যাসি অ্যলায়েন্স’ বা ‘সেফ ইন্ডিয়া’৷
বিহারের মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত নাম ছিল ইন্ডিয়ান মেইন ফ্রন্ট (আইএমএফ), অন্যদিকে, এমডিএমকে-র তরফে প্রস্তাবিত নাম ছিল ইন্ডিয়ান পিপল অ্যালায়েন্স৷ তবে নাম চূড়ান্ত হওয়ার পরে সকলেই তাতে সম্মতি জানিয়েছেন বলে সূত্রের খবর৷
সাংবাদিক বৈঠকে জোড়াল ভাষায় আক্রমণ শানান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘এনডিএ কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারে? বিজেপি কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারে? আমরা আমাদের মাতৃভূমিকে ভালবাসি৷ আমরা দেশভক্ত৷ আমরা আপনাদের জন্যেই এখানে এসেছি, চাষিদের জন্য, হিন্দুদের জন্য, মুসলিমদের জন্য, খ্রিস্টান, শিখ, দলিতদের জন্য৷’