পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুর নিয়ে বিজেপির উৎসাহ তুঙ্গে থাকলেও সেখানে বিশেষ সুবিধে করতে পারেনি গেরুয়া শিবির। যা নিয়ে আগেই শুভেন্দু অধিকারীকে টুইটে খোঁচা দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বুধবার সাংবাদিক সম্মেলন করে ফের তিনি বলেন, পূর্ব মেদিনীপুরে বিরোধী দলনেতার গ্যাস বেলুন ফুস। জেলা পরিষদের তথ্য পরিসংখ্যান বলে দিচ্ছে, তৃণমূল বিজেপির থেকে ১০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে।
অন্যদিকে শুভেন্দুকে একহাত নিয়েছেন যুব তৃণমূলের কাথির সাংগঠনিক জেলা সভাপতি সুপ্রকাশ গিরিও। রাজ্যের বিরোধী নেতার বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, শুধু কুৎসা করে শুভেন্দু কেঁচো খুড়তে গিয়েছিল, বাংলার মানুষ তাঁর কাছা খুলে দিয়েছে। আগামী লোকসভা নির্বাচনে আর ফুটবে না পদ্ম। দিদি বলেছিলেন, সেমি ফাইনালে পঞ্চায়েত আর ফাইনালটা মোদী। বাংলার মানুষ কথা রেখেছে আমরা জিতেছি।
