একদিকে এনডিএ, আরেকদিকে ইন্ডিয়া। লোকসভা নির্বাচনের এক বছর আগেই জমে উঠেছে শাসক-বিরোধী লড়াই। কেন্দ্রের দখল কোন শিবিরের হাতে থাকবে, তা নিয়েই লড়াই।
মঙ্গলবার দুপুরে একদিকে যেখানে বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দল বৈঠক বসেছিল, সেখানেই মঙ্গলের বিকেলে দিল্লিতে বসে ৩৯টি দল মিলিয়ে এনডিএ জোটের বৈঠক। বিজেপি শাসিত এনডিএ জোটের পাল্লা ভারী থাকলেও তা গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। মঙ্গলবারই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খা়ড়গে এনডিএ জোটের দলগুলির উদ্দেশে বলেন, ‘অনেক দলের তো নামই শুনিনি’।
লোকসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে বিরোধী দলগুলি যে জোট বাঁধছে, তার চূড়ান্ত সিদ্ধান্ত হয় গতকাল। বেঙ্গালুরুর বৈঠকে বিরোধী জোটের নাম স্থির করা হয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, যা সংক্ষেপ করলে দাঁড়ায় ইন্ডিয়া-এ। বিরোধী জোটের ওই সাংবাদিক বৈঠক থেকেই বিজেপির নেতৃত্বে এনডিএ জোটকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, ‘আমরা তো অনেক দলের নামও শুনিনি…’।
