উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে জমি হস্তান্তরে দুর্নীতি-সহ একাধিক অনিয়মের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তার জেরেই এবার রাজ্যপালের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। সাত দিনের মধ্যে রাজ্যপালকে ক্ষমা চাইতে হবে, নইলে মানহানির মামলা করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
নোটিসে ওমপ্রকাশ মিশ্র দাবি করেছেন, গত ১ জুলাই রাত ১১টা ৫০ মিনিট নাগাদ তিনি হোয়াটস্যাপে একটি বার্তা পান। সেটি পাঠিয়েছিলেন তাঁর পরিচিত মহলের একজন। সেখানে তিনি জানতে পারেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই তথ্য সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে নিমেষেই। আইনি নোটিসে ওমপ্রকাশ মিশ্রের আইনজীবী জানিয়েছেন, এই ‘মিথ্যা’ প্রচারের ফলে তাঁর মক্কেলের সম্মানহানি হয়েছে। সেই কারণে এই নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে রাজ্যপালকে ক্ষমা চাইতে হবে ওমপ্রকাশের কাছে।
