আজ থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। ম্যাচের ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। দলে দু’টি পরিবর্তন এসেছে। প্রসঙ্গত, সোমবার বেন স্টোকসরাও তাদের প্রথম একাদশ জানিয়ে দিয়েছেন। অজিদের দলে এসেছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং জশ হ্যাজলউড। তৃতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে টড মার্ফি এবং স্কট বোল্যান্ডকে। সমালোচনার মুখে পড়লেও চতুর্থ টেস্টের প্রথম একাদশেও ঠাঁই হয়েছে ওপেনার ডেভিড ওয়ার্নারের।
সিরিজ আপাতত ১-২। তৃতীয় টেস্টে হারলেও সিরিজে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্ট জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে কামিন্সদের। ম্যাঞ্চেস্টারে সেই লক্ষ্যেই নামবে অজিরা। নীচে এক নজরে দেখে নেওয়া যাক দুটি দলের প্রথম একাদশ।
ইংল্যান্ড :
বেন ডাকেট, জ্যাক ক্রলি, মইন আলি, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন।
অস্ট্রেলিয়া :
ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজলউড।