ঘোষিত হল আসন্ন এশিয়া কাপের সূচি। আগামী ৩০শে আগস্ট থেকে ১৭ই সেপ্টেম্বর থেকে পর্যন্ত পাকিস্তান এবং শ্রীলঙ্কায় আয়োজিত হতে চলেছে এই প্রতিযোগিতা। ২রা সেপ্টেম্বর ক্যান্ডিতে গ্রুপ ‘এ’-এর ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপে ভারত ও নেপালের সঙ্গে রয়েছে পাকিস্তান, আর ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। ১৭ই সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। একনজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপের সম্পূর্ণ সময়সূচী :
৩০শে আগস্ট – পাকিস্তান বনাম নেপাল (মুলতান)
৩১শে আগস্ট – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (ক্যান্ডি)
২রা সেপ্টেম্বর – পাকিস্তান বনাম ভারত (ক্যান্ডি)
৩রা সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান (লাহোর)
৪ঠা সেপ্টেম্বর – ভারত বনাম নেপাল (ক্যান্ডি)
৫ই সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (লাহোর)
৬ই সেপ্টেম্বর – সুপার ফোর – A1 বনাম B2 (লাহোর)
৯ই সেপ্টেম্বর – B1 বনাম B2 (কলম্বো)
১০ই সেপ্টেম্বর – A1 বনাম A2 (কলম্বো)
১২ই সেপ্টেম্বর – A2 বনাম B1 (কলম্বো)
১৪ই সেপ্টেম্বর – A1 বনাম B1 (কলম্বো)
১৫ই সেপ্টেম্বর – A2 বনাম B2 (কলম্বো)
১৭ই সেপ্টেম্বর – ফাইনাল (কলম্বো)