একজন রাজ্যে পট পরিবর্তনের আগে থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ এবং আস্থাভাজন’। অন্যজন বাম জমানায় ‘প্রতিবাদী’ ভূমিকা নিয়েছিলেন। কানোরিয়া জুটমিলের শ্রমিক আন্দোলনে তাঁর যোগদান বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলেছিল। সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে মমতার আন্দোলন মঞ্চে শামিল হন তিনি। তার পরে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিয়ে ২০০৯ সালে তাদের টিকিটে জিতে যাদবপুর লোকসভা কেন্দ্রে সাংসদও হন। কথা হচ্ছে সঙ্গীত শিল্পী নচিকেতা এবং কবির সুমনের। চলতি বছর একুশে জুলাইয়ের মঞ্চে দুজনকেই একসঙ্গে দেখা যাবে বলে জল্পনা তৈরি হয়েছিল। তবে সুমন যাচ্ছেন না বলেই খবর।
প্রসঙ্গত, প্রায় প্রতি বছরই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে বৃষ্টি হয়। আর সে বৃষ্টির মধ্যে নচিকেতা শেষ গান ধরেন— ‘এক দিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে’। এই ২০২৩ সালেও তার অন্যথা হচ্ছে না। ধর্মতলার মঞ্চে হাজির থাকবেন গায়ক। এ প্রসঙ্গে নচিকেতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। নচিকেতার কথায়, ‘মুখ্যমন্ত্রী আমায় ডেকেছেন। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আমি ওই দিন মঞ্চে যাব।’ তবে নচিকেতা থাকলেও সুমন থাকছেন না ২১ জুলাইয়ের মঞ্চে। তার কারণ তাঁর স্বাস্থ্য। ‘গানওয়ালা’ বলেন, ‘আমার শরীরের যা হাল, তাতে ওই ধরনের ধকল নেওয়া সম্ভব নয়।’
