বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বাম-কংগ্রেসতীব্র আক্রমণ করছে কেন? সূত্রের খবর, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধী ও সীতারাম ইয়েচুরির সামনেই এমন অস্বস্তিকর প্রশ্ন করে বসেন আজ লালু প্রসাদ যাদব। লালুর এমন কথায় কিছুটা হলেও হতচকিত হয়ে যান বাকিরা।
জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে জোট নিয়ে যখন আলোচনা চলছে তখন কেন অন্যতম সহযোগী দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন আরও একজন শরিক লালু প্রসাদ যাদব৷ যদিও এই নিয়ে কোনও পক্ষই প্রকাশ্যে কিছু বলেননি।
প্রসঙ্গত, বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে উপস্থিত কংগ্রেস নেতৃত্ব থেকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলা ভাল, একই টেবিলে পাশাপাশি হাসি মুখে মমতা-সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তৃণমূলকে আক্রমণ শানাচ্ছিল কংগ্রেস, বামেরা। সেই নিয়েই প্রশ্ন তুললেন লালু।
তবে কি এবার কংগ্রেস নেতৃত্ব তাদের রাজ্য নেতৃত্বকে সংযত থাকতে বলবেন? বামদের আক্রমণেও কি লাগাম টানতে বলবেন ইয়েচুরি? উত্তর পাওয়া যাবে কয়েকদিনেই।