তৃণমূল কর্মীর বাড়ির দরজার সামনে সাদা থান ও রজনীগন্ধার মালা। প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৫ নম্বর বুথের ঘটনা।
মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে তৃণমূল কর্মী তরুণ জানা ও তাঁর পরিবারের লোকজনদের। সকালে ঘুম থেকে ওঠার পর দরজা খুলে বাইরে পা রাখতেই তাঁরা সাদা থানা পড়ে থাকতে দেখেন। ঘটনার পর থেকে আতঙ্কিত তিনি ও তাঁর পরিবারের লোকজনেরা।
ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে সাদা থান ও রজনীগন্ধার মালা উদ্ধার করে। এবারের নির্বাচনে ওই বুথ থেকে জয়ী হন তৃণমূলের চম্পা বৈরাগী। আর এই তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ ছিলেন তরুণ জানা। পেশায় বাসের কন্ডাক্টর তরুণ এবারের নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচার থেকে শুরু করে বুথের সংগঠন মজবুত করার কাজ করেছিলেন।
অভিযোগ, দলীয় প্রার্থী জিততেই বিরোধীদের আক্রোশের শিকার হয়েছেন তিনি। এর আগেও তিনি হুমকি পেয়েছেন বলে অভিযোগ। অভিযোগ, সোমবার রাতের অন্ধকারে তাঁর বাড়ির সামনে সাদা থান ও রজনীগন্ধার মালা ফেলে প্রচ্ছন্নভাবে খুনেরই হুমকি দেওয়া হচ্ছে।
তৃণমূল কর্মী তরুণ জানা বলেন, ‘আমি বাসের ডিউটি করতে যাই। স্নান করে ঘর থেকে বেরোচ্ছি, তখনই দেখি থান আর মালা পড়ে। আমার এলাকায় কিন্তু এরকম পরিবেশ নয়। আমার এলাকায় কোনও শত্রুও নই। রাজনীতিটা করি। তা থেকেই কিছু বলে মনে হচ্ছে’।