ভোটপর্ব মিটে গেলেও এখনও রাজ্যের কোথাও কোথাও তৈরি হচ্ছে অশান্তির আবহ। এবার এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, উত্তর দিনাজপুরের ইসলামপুরে। এ নিয়ে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে সারা এলাকায়। জানা গিয়েছে, ইসলামপুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকাতে বিমল দাস নামে এক তৃণমূল কর্মী আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সুযোগ পেয়ে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। বিমল দাস নামে ওই ব্যক্তি তৃণমূলের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আসেন বিমল দাস ও তার পরিবার।
অভিযোগ উঠেছে, তৃণমূল কে সমর্থন করায় তাদেরকে একাধিক বার হুমকি দেয় স্থানীয় প্রাক্তন বিজেপির সদস্য অরুন বর্ধন নামে এক ব্যক্তি। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশ ও দমকল বাহিনীকে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ইসলামপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হুসেন। তিনি জানিয়েছেন, তৃণমূলে এখানে জয়ী হওয়ার পর পদ্মশিবিরের আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের কর্মী সমর্থকদের রাস্তা ঘাটে সব জায়গায় হুমকি দিয়ে আসছে। যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে, প্রশাসন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।