শেষ হয়ে গিয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন পর্ব। ভোটের ফলে সর্বত্রই তৃণমূলের জয়জয়কার। কিন্তু তারপরেও সকাল সকাল সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাজির তৃণমূলের প্রার্থীরা। ভোট শেষেও কেন বাড়ির দরজায় কড়া নাড়ছে তৃণমূল গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী? ভোট মানুষ দিয়েছেন। ভোটে জিতিয়েছেন তাদের প্রিয় প্রার্থীকে। তাই মানুষকে সম্মান জানাতে ভোটে জিতে নিজের নির্বাচনী এলাকায় বাড়িতে বাড়িতে যাচ্ছেন জয়ী প্রার্থী।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের বেলদার সবুজপল্লি এলাকায় তৃণমূল কংগ্রেস থেকে গ্রাম পঞ্চায়েত আসনে নির্বাচিত হয়েছেন শেখ আজাহার উদ্দিন এবং পঞ্চায়েত সমিতির আসনে নির্বাচিত হয়েছেন সুপর্না জৈন। গতকাল সকালে অন্যান্য কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি মিষ্টির প্যাকেট নিয়ে হাজির হয়েছেন জয়ী প্রার্থীরা। প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলা তাদের থেকে আশীর্বাদ নেওয়ার পাশাপাশি তাদের মিষ্টি মুখ ও করাচ্ছেন। জয়ী প্রার্থীদের বক্তব্য, সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছেন। ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেছেন। সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে আমরা পাঁচ বছরের উন্নয়ন করবার জন্য নির্বাচিত হয়েছি। তাই সবার প্রথমে তাদের শ্রদ্ধা জানানো উচিত।