সম্পত্তির নিরিখে বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্ক। আর ভারতের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন মুকেশ আম্বানি। আর বাংলার সবথেকে ধনী ব্যক্তির নাম কী? শ্রী সিমেন্টের চেয়ারম্যান বেনু গোপাল বাঙ্গুর ভারতের অন্যতম ধনী ব্যক্তি তথা বাংলার শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত হন। বেনু গোপাল বাঙ্গুর ১৯৩১ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং বর্তমানে ৯২ বছর বয়সে তিনি ভারতের অন্যতম প্রবীণ বিলিয়নেয়ার। উল্লেখ্য যে, বেনু গোপাল কলকাতার একটি মাড়োয়ারি ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। পাশাপাশি, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশোনা করেছিলেন। ১৯ শতকের শেষের দিকে এই ব্যবসায়িক সাম্রাজ্য শুরু করেছিলেন বেনু গোপাল বাঙ্গুরের ঠাকুর্দা মুঙ্গি রাম বাঙ্গুর। তিনি একজন স্টক ব্রোকার ছিলেন। ১৯৯১ সালে, ব্যবসাটি বলভদ্র দাস বাঙ্গুর, নিবাস বাঙ্গুর, কুমার বাঙ্গুর, বেনু গোপাল বাঙ্গুর (মুঙ্গি রামের নাতিরা) ও লক্ষ্মী নিবাস বাঙ্গুর (রাম কুয়ারের নাতি)-এর মধ্যে বিভক্ত হয়েছিল পাঁচটি ভাগে।
পাশাপাশি, ফোর্বসের মতে, গত ১৭শে জুলাই, ২০২৩ পর্যন্ত বেনু গোপাল বাঙ্গুরের মোট সম্পদের পরিমাণ হল ৬.৭ বিলিয়ন ডলার বা প্রায় ৫৭,০০০ কোটি টাকা। উল্লেখ্য যে, বেনু গোপাল বাঙ্গুর কলকাতায় একটি রাজকীয় বাড়িতে থাকেন। তাঁর দুই সন্তানও রয়েছে। তাঁর ছেলে হরি মোহন বাঙ্গুর, আইআইটি থেকে স্নাতক হয়েছেন। তিনি ১৯৯০ সাল থেকে শ্রী সিমেন্টের দায়িত্ব নিয়েছেন। শ্রী সিমেন্টের পথচলা ১৯৭৯ সালে শুরু হয়েছিল। বেনু গোপাল বাঙ্গুর এই বিশাল ব্যবসার বেশিরভাগ অংশের মালিক। এই কোম্পানিটি শ্রী আল্ট্রা জং রোধক, বাঙ্গুর সিমেন্ট এবং রকস্ট্রং নামে ব্র্যান্ডেড সিমেন্ট বিক্রি করে। এদিকে, শ্রী সিমেন্ট অন্ধ্রপ্রদেশে একটি নতুন সিমেন্ট প্ল্যান্টে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে বলেও জানা গিয়েছে। বর্তমানে , শ্রী সিমেন্টের বাজার মূলধন হল প্রায় ৮৯,৭৫০ কোটি টাকা। শুধু তাই নয়, শ্রী সিমেন্ট বর্তমানে বাজারের দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানি। কোম্পানিটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকাংশেই কৃতিত্ব রয়েছে বেনু গোপাল বাবুর।