আর কিছুক্ষণের মধ্যেই বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে বিরোধীদের মেগা বৈঠক। বিরোধী-জোট গড়ার লক্ষ্যে এবারের বৈঠকে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীই প্রধান ভূমিকা নিতে পারেন বলে সূত্রের খবর। সোমবার নৈশভোজেই এদিনের বৈঠকের একপ্রস্থ রূপরেখা তৈরি করে নিয়েছেন সোনিয়া-মমতা সহ বিরোধীরা। ঘরোয়া-কোন্দলে জর্জরিত এনসিপি প্রধান শরদ পাওয়ারের এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল না। দূর থেকেই পাশে থাকার বার্তা দিয়েছিলেন। কিন্তু, শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত বদলেছেন এবং এদিন সকালেই বেঙ্গালুরুতে পৌঁছেছেন অশীতিপর এই রাজনীতিক।
আগামী দিনে জোট কীভাবে কাজ করবে, কর্মসূচি কী কী হবে, সেই কর্মসূচি কীভাবে বাস্তবায়িত হবে তা চূড়ান্ত করাই এদিনের বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য। এছাড়াও জোটের সুনির্দিষ্ট নামকরনের প্রস্তাব, অধ্যক্ষ পদে নেতা নির্বাচনের প্রস্তাব এবং জোটের কর্মপদ্ধতির নিয়মাবলী চূড়ান্ত করা নিয়েও আলোচনা হবে এদিনের বৈঠকে।
এছাড়া একাধিক সাব কমিটি গঠনের প্রস্তাবের উপর আলোচনা হবে বলে সূত্রের খবর। বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা ও পারস্পরিক বোঝাপড়া আদৌ সম্ভব কিনা তা খতিয়ে দেখার জন্য সাবকমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া অভিন্ন ন্যূনতম কর্মসূচির খসড়া প্রস্তুত করা, কোন কোন ইস্যু হাতিয়ার করে আগামী দিনে লড়াই হবে তা চিহ্নিত করাই হবে লক্ষ্য। দেশের বিভিন্ন প্রান্তে বড় জনসভার পরিকল্পনা এবং তার বাস্তবায়নের জন্য সাব কমিটি গঠন প্রয়োজন বলে মনে করছেন বিরোধীদের অনেকেই।