চাঞ্চল্য ছড়াল পাঞ্জাবের পাঠানকোটে। এবার সেনা ঘাঁটিতেই আক্রান্ত হলেন এক মহিলা বায়ুসেনা আধিকারিক। ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর আক্রমণের অভিযোগ উঠেছে ক্যান্টিনের এক কর্মী। ঘটনাটি ঘটেছে বায়ুসেনার বেস ক্যাম্পে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় চণ্ডীগড় হাসপাতালে ভর্তি রয়েছেন উক্ত আধিকারিক। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মাখন সিং। সে অপরাধের কথা স্বীকার করেছে। তবে কেন সে একাজ করল, তা স্পষ্ট নয়।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পাঠানকোটের এসএসপি হরকমল প্রীত সিং খাখ। পাশাপাশি জানা গিয়েছে, বায়ুসেনার ওই মহিলা আধিকারিক পাঠানকোট বেসক্যাম্পে সোমবার রাতে ঘুমোচ্ছিলেন। সেই সময়ই ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় চারবার আঘাত করা হয় ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্ত। পরে ওই সেনা ঘাঁটির অন্যান্যরা ওই আধিকারিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে পাঠানকোট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয়েছে চণ্ডীগড় হাসপাতালে।