দুই সম্প্রদায়ের সংঘর্ষে অশান্ত ছোট্ট পাহাড়ি রাজ্য, মণিপুর। এখনও মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এবার এই রাজ্যে শান্তি ফেরাতে বিশেষ উদ্যোগ নিলেন অলিম্পিয়ান চ্যাম্পিয়ন মীরাবাঈ চানু। মণিপুরে শান্তি ফেরানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে চিঠি লিখলেন তিনি।
অলিম্পিয়াড মীরাবাঈ চানু বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে রয়েছেন। তবে বিদেশে থাকলেও নিজের রাজ্যের পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বিগ্ন তিনি। তাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই সরাসরি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মীরাবাঈ চানু। চিঠিতে তিনি মণিপুরের অশান্তি থামানোর জন্য বিশেষ পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন। এব্যাপারে নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো-বার্তাও দিয়েছেন তিনি।
অলিম্পিক চ্যাম্পিয়ন মীরাবাঈ চানু নিজের টুইটার হ্যান্ডেলে এক ভিডিয়ো-বার্তায় মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলছেন, ‘মণিপুরে সংঘাতের তিন মাস পূর্ণ হতে চলেছে, কিন্তু এখনও শান্তি ফিরে আসেনি। এই সংঘাতের কারণে অনেক খেলোয়াড় প্রশিক্ষণ নিতে পারেননি, শিশুদের পড়াশোনাও বাধাগ্রস্ত হচ্ছে। অনেকে প্রাণ হারিয়েছেন এবং অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। পুড়ে গিয়েছে’। এরপরই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আবেদন করতে চাই যে, যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাতের অবসান ঘটান এবং মণিপুরের সমস্ত মানুষকে বাঁচাতে এবং শান্তি ফিরিয়ে আনতে পদক্ষেপ করুন’।