আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ক্রমশ দানা বাঁধছে বিরোধী জোটের রণকৌশল। মঙ্গলবার, অর্থাৎ আজ বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী ২৬টি দলের বৈঠকের পরে এদিন সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল-সহ বাকি রাজনৈতিক দলের নেতারা। এদিন বিরোধী জোটের নাম দেওয়া হয়েছে, ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ অর্থাৎ ‘ইন্ডিয়া’। বেঙ্গালুরুতে বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠকে আজ এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উদ্ধবকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী বলব না। আবার দিন আসছে। আমার ফেভারিট রাহুল গান্ধী এখানে আছে। আজকের বৈঠক দারুণ হয়েছে। আজ থেকে আসল চ্যালেঞ্জ নেওয়া শুরু হল। আগে ইউপিএ’র নাম শুনেছেন। এনডিএ আছে। ইন্ডিয়া আমাদের চ্যালেঞ্জ করার শক্তি দেয়। এনডিএ কি এবার ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে ? বিজেপি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে? আমরা দেশপ্রেমিক। আমাদের সব ফোকাস ইন্ডিয়া নিয়েই।”
পাশাপাশি, তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, “সব প্রোগ্রাম, সব কর্মসূচী ইন্ডিয়া ব্যানারে নেওয়া হবে। দেশ বাঁচাবে ইন্ডিয়া। বিজেপি দেশ বিক্রি করছে। রাজ্য কেনার চেষ্টা চলছে। খালি শুধু ৩৫৫, ৩৫৬ চ্যালেঞ্জ নেয়। আর আজকে আমরা ৪২০ প্রয়োগ করলাম।ইন্ডিয়া জিতবে, দেশ জিতবে।” অরবিন্দ কেজরিওয়াল বলেন, “এটা ভাল আমাদের জন্য একাধিক দল আমাদের সঙ্গে। প্রচুর জনসমর্থন নিয়ে মোদি ক্ষমতায় এসেছিলেন। আর দেশের জন্য কিছুই করল না। মোদি সব বেচে দিচ্ছেন। সবাই আজ দুঃখিত। আমরা আজ নিজেদের জন্য একত্রিত হইনি। দেশকে বাঁচাতে, দেশের মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে এসেছি।” উদ্ধব ঠাকরে জানান, “আমরা ইন্ডিয়ার জন্য লড়াই করব। রাজনীতিতে সকলের বিচারধারা আলাদা। কেউ কেউ বলছে আমরা পরিবারের জন্য লড়ছি। হ্যাঁ দেশ আমাদের পরিবার। সেই পরিবারের জন্য লড়াই করছি। ভয় পাবেন না। ম্যায় হুঁ না, সিনেমার মতো আমরা আছি না। দেশ একজনের জন্য নয়।” বিরোধী জোটের পরবর্তী বৈঠক মুম্বইতে অনুষ্ঠিত হবে বলেই জানিয়েছেন তিনি।