আগামী বছর থেকে লোকসভা নির্বাচন। আর সেই দিকে তাকিয়েই শুরু হয়েছে বিরোধী জোটের সলতে পাকানো। গত মাসে পাটনার বৈঠকের পর আজ মঙ্গলবার বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের বৈঠক। সূত্রের মতে, কংগ্রেস-সহ অন্য সব দলই এ ব্যাপারে একমত যে পূর্বতন ইউপিএ নামের ব্যবহার আর না করলেই ভাল। বরং এমন নাম ঠিক করা হোক যার মধ্যে ইন্ডিয়া বা ভারত শব্দটি থাকবে। কেন এই শব্দ রাখার কথা ভাবা হচ্ছে তা ব্যাখ্যা করে কংগ্রেসের এক প্রবীণ নেতা বলেন, কেন্দ্রে বর্তমান মোদী সরকারের আমলে ভারতের বহুত্ববাদ আক্রান্ত। দেশের বৈচিত্রকেই নষ্ট করে দেওয়া হচ্ছে। রাষ্ট্রবাদের নামে গোটা দেশে এক নিয়ম চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আসল তা ভারত নয়।
যে ২৬টি দল মিলে বিরোধী জোট তৈরির চেষ্টা চলছে, তাদের উত্থান হয়েছে জাতীয় ও আঞ্চলিক স্তরে মানুষের আকাঙ্ক্ষা, আবেগ ও সাংস্কৃতিক-রাজনৈতিক মূল্যবোধ থেকে। ওই জোটই প্রকৃতপক্ষে ভারতের প্রতিনিধিত্ব করতে পারবে। যেখানে জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ বা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি রয়েছেন, আবার তামিলনাড়ুর দ্রাবিড় দল ডিএমকেও রয়েছে। পূর্বের মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আবার পশ্চিমে শরদ পাওয়ার রয়েছেন। রাজ্যস্তরে এই দলগুলির কোথাও কোথাও মতান্তর বা রাজনৈতিক লড়াই থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে এঁরা প্রত্যেকেই ধর্মনিরপেক্ষ, এবং দেশের প্লুরালিজমকে রক্ষার পক্ষে।