রাজ্যে ৩৫৫ ধারা জারি করানোর মত পরিস্থিতি তৈরির চক্রান্তে সিপিএমও কি তলে তলে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে? এই প্রশ্নেই এখন তোলাপাড় পূর্ব বর্ধমানের জামালপুর।
এমন প্রশ্ন ওঠার পিছনে যে কারণ উঠে এসেছে, সেটাও যথেষ্ট চমকে দেওয়ার মতই। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তৃণমূলকে ফাঁসাতে নিজেদের পার্টি কর্মীকে দিয়েই বাড়িতে বোমা মারিয়েছিলেন সিপিএমের প্রার্থী দম্পতি। এমনটাই অভিযোগ উঠেছে। পুলিশের বক্তব্য, গ্রেফতার হওয়ার পর সিপিএম কর্মী রাম সরকার নিজেই পুলিশের কাছে এই গোটা পরিকল্পনার কথা ফাঁস করে দিয়েছেন। আর তা জানতে পেরেই ঘরবাড়ি ছেড়ে বেপাত্তা হয়ে গিয়েছে সিপিএমের প্রার্থী দম্পতি সুশান্ত মণ্ডল ও দেবিকা দেবনাথ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এবারের পঞ্চায়েত নির্বাচনে জামালপুর ১ পঞ্চায়েতের ১৪১ নম্বর বুথে সিপিএমের প্রার্থী ছিলেন সুশান্ত মণ্ডল। আর তাঁর স্ত্রী দেবিকা দেবনাথ একই পঞ্চায়েতের ১৩৯ নম্বর বুথে সিপিএমের প্রার্থী ছিলেন। এই দম্পতির বাড়ি জামালপুরের উত্তর মোহনপুর গ্রামে। একই গ্রামে বসবাস করেন পেশায় ফুচকা বিক্রেতা রাম সরকার। সিপিএম প্রার্থী দম্পতির ভোটের প্রচার, দেওয়াল লিখন-সহ নানা কাজে উত্তর মোহনপুর ও তার সংলগ্ন জামালপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বেশকিছু সিপিএম কর্মী ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁদেরই মধ্যে রাম সরকার অন্যতম।
তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাঁদের বাড়িতে বোমা মেরেছে, এমন অভিযোগ এনে গত ২৫ জুন সকাল থেকে তোলপাড় ফেলে দেন সিপিএম প্রার্থী দম্পতি। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, উত্তর মোহনপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে রাম সরকার নামে ২৯ বছর বয়সি এক যুবক ২৪ জুন অনেক গভীর রাতে বাড়ি ফিরেছিল। এরপরই পুলিশ রাম সরকারের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া শুরু করে বেশ কিছু ‘ক্লু’ পায়। পুলিশের বক্তব্য, জেরার সন্মুখীন হয়েই সিপিএম কর্মী রাম সরকার তাঁর এবং সিপিএম প্রার্থী দম্পতির করা ‘গেমপ্ল্যান ফাঁস করে দেয়।
রাম সরকার বোমাগুলো ফুচকার ট্রলিগাড়িতে গোপন জায়গায় রেখে দিয়েছিল। রাত পৌনে ২টো নাগাদ বোমা-সহ ফুচকার গাড়ি নিয়ে রাম সরকার উত্তর মোহনপুরে তাঁর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দেবিকাদের বাড়ির কাছেই বাড়ি রাম সরকারের। ফুচকার গাড়িটি নিজের বাড়ির দরজার কাছে দাঁড় করিয়ে রেখে রাম সরকার পরিকল্পনা-মত ওই রাতেই সিপিএম প্রার্থী দম্পতির বাড়িতে গিয়েছিল। তাদের বাড়ির উঠোনের দু’জায়গায় দুটি বোমা ফেলে রেখেছিল। এরপর সে সিপিএম প্রার্থী দম্পতির বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে একটি বোমা তাদের বাড়িতে ছুড়ে মারে। বিকট শব্দে বোমাটি ফাটার সঙ্গে সঙ্গেই রাম সরকার ছুটে নিজের বাড়িতে গিয়ে ঢুকে পড়েছিল। আর, পরিকল্পনামাফিক বোমা ফাটার পরেই সিপিএম প্রাথী দম্পতি চিৎকার-চেঁচামেচি করে পাড়া মাতিয়ে তুলেছিল। এমনটাই দাবি পুলিশের।