আরও একধাপ এগোল বিরোধী জোটের প্রস্তুতিপর্ব। আজ, সোমবার বেঙ্গালুরুর জোটমঞ্চে নেতৃত্ব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটের নাম হোক ‘ইন্ডিয়া’, দেশের নামেই নতুন একটি মঞ্চে সমবেত হোক ২৬টি বিরোধী দল, এই মর্মেই প্রস্তাব করেছিলেন মমতা। শেষ পর্যন্ত সেই প্রস্তাবে রাজি হন কংগ্রেস-আপ-শিবসেনা (উদ্ধব শিবির) সহ সবকটি বিজেপি বিরোধী রাজনৈতিক দল। সেই সূত্রে চব্বিশের যুদ্ধ দাঁড়াল ‘এনডিএ ভার্সেস ইন্ডিয়া’য়। বেঙ্গালুরুর বৈঠকের পরেই এই বিষয়ে ঘোষণা করলেন বিজেপি-বিরোধী রাজনৈতিক জোটের বৈঠকের আহ্বায়ক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জানানো হল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের বদলে নতুন নামকরণ হয়েছে। তা হল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স। সংক্ষেপে ‘ইন্ডিয়া’ । জোটের নাম দেশের নামে অর্থাৎ ইন্ডিয়া হোক, এই প্রস্তাব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর সর্বসম্মতিক্রমে সম্পন্ন হয় বিস্তারিত নামকরণ।
সোমবার বেঙ্গালুরুর বৈঠক শেষে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রের শাসকশিবিরকে কড়া সমালোচনা বেঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তোপ দেগে বলেন, “মোদী সরকারের একমাত্র কাজ হল সরকার কেনাবেচা।” আরও বলেন, “এনডিএ কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে? বিজেপি তুমি কি ভারতকে চ্যালেঞ্জ করতে পারবে? আমরা মাতৃভূমিকে ভালবাসি। আমরা দেশপ্রেমিক।” মমতা অভিযোগ করেন, “৩৫৫ ধারার ভয় দেখাচ্ছে বিজেপি।” অন্যতম জোটসঙ্গী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘ফেভারিট’ বলে তাঁর প্রশংসাও করেন। নিজের বক্তব্যে রাহুল গান্ধীও বিরোধীদের একত্রিত হওয়ার বার্তা দেন। বলেন, “বিজেপি দেশের সম্পদ হাতে গোনা কয়েক জনের হাতে তুলে দিচ্ছে। বিজেপির বিরুদ্ধে লড়াই আসলে দেশের মানুষের হয়ে, সংবিধানের পক্ষে লড়াই। এই লড়াই মোদি ভার্সেস ইন্ডিয়ার।” কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “বিজেপি দেশকে আক্রমণ করেছে, তার বিরুদ্ধে লড়ছি আমরা। মোদী ভয় পেয়েছে, তাই শরিকদের নিয়ে বৈঠক ডেকেছে।” সরব হন উদ্ধব ঠাকরেও। “বার বার পরিবারবাদের কথা বলে বিরোধীদের আক্রমণ করেন মোদী। হ্যাঁ, দেশকে আমরা নিজের পরিবার বলেই মনে করি”, স্পষ্ট জানিয়েছেন তিনি।