চলতি মাসের শুরুতেই হরিয়ানার সোনিপতে কৃষকদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। প্যান্ট গুটিয়ে জল থই থই চাষের জমিতে নেমে কৃষকদের সঙ্গে চাষও করেন হাতে হাত লাগিয়ে। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেদিনই ওই খেতের মহিলা কৃষকরা আবদার করেছিলেন, দিল্লিতে রাহুল গান্ধীর বাড়ি দেখতে চান তাঁরা। রাহুল তাঁদের জানিয়েছিলেন, সরকার তাঁর দিল্লির বাড়ি কেড়ে নিয়েছেন, তবে তিনি দিল্লিতে তাঁর মায়ের ১০ জনপথ রোডের বাড়িতে অবশ্যই নিয়ে যাবেন ওই মহিলাদের। যেমন কথা তেমন কাজ। রবিবার মহিলা কৃষকরা দল বেঁধে পৌঁছলেন রাহুলের দিল্লির বাড়িতে। শুধু তাই নয়, সোনিয়া গান্ধীর সঙ্গে আনন্দ করে নাচগানও করেছেন তাঁরা। খাওয়াদাওয়াও সেরেছেন একসঙ্গে, একই ডাইনিং টেবিলে বসে।
রবিবার রাতে কংগ্রেস নেত্রী রুচিরা চতুর্বেদী একটি ভিডিও শেয়ার করেছেন, তাতেই ধরা পড়েছে এই দৃশ্য। দেখা গেছে, গাড়ি করে রীতিমতো আনন্দ করতে করতে দিল্লি আসছেন হরিয়ানার কৃষকরা। এর পরে প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বাড়িতে বসে আছেন তাঁরা। রাহুলও রয়েছেন। এর পরেই দেখা যায়, দুই কৃষক সনিয়া গান্ধীর হাত ধরে আছেন, তাঁকে একসঙ্গে নাচতে অনুরোধ করছেন, অন্যরাও আনন্দের সঙ্গে তাকিয়ে আছেন। রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। টুইটারে ভিডিওটি শেয়ার করে রুচিরা চতুর্বেদী বলেছেন, ‘নির্মল আনন্দ!’ সূত্রের খবর, রবিবার দুপুরে সনিয়া গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী দু’জনেই হরিয়ানা থেকে আসা ওই মহিলা কৃষকদের সঙ্গে খাওয়াদাওয়াও সারেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই গান্ধী পরিবারের নম্রতা ও সরলতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।