কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে মণিপুরে কিছুতেই নিভছে না হিংসার আগুন। গত ৩ মে থেকে নতুন করে অশান্তি দানা বেঁধেছে এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে। আমজনতা থেকে কেন্দ্রীয় মন্ত্রী কারোরই নিরাপত্তা নিশ্চিত নয়। হাজার হাজার সেনা আধাসেনা নামিয়েও রাশ টানা যাচ্ছে না হিংসায়। এবার ফের সেখানে হিংসার বলি হলেন এক মহিলা। সাওমবং এলাকায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। শুধু তাই নয়, তাঁর মুখ একেবারে বিকৃত করে দিয়ে যায় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলে দোষীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই মহিলা। আচমকাই আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয় কয়েকজন। কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালায় তারা। নিজের বাড়ির সামনেই মৃত্যু হয় ৫০ বছর বয়সি ওই মহিলার। গুলি চালিয়ে পালানোর আগে ওই মহিলার মুখেও আঘাত করে দুষ্কৃতীরা। মৃতদেহের মুখ একেবারে থেঁতলে গিয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এখনও আততায়ীদের খোঁজ মেলেনি। অন্যদিকে, থানার সামনেই পুলিশের তিনটি ট্রাক আগুনে পুড়িয়ে দেওয়া হয়।