চিকিৎসার ফের অনন্য নজির গড়ল কলকাতার এসএসকেএম হাসপাতাল। খুলে খেল অঙ্গদানের নতুন দিগন্ত। হাওড়ার রাজাপুরের বাসিন্দা, পেশায় দিনমজুর হরিপদ রানা (৪৩) পথ দুর্ঘটনার কবলে পড়েন গত ৯ই জুলাই। এসএসকেএম ট্রমা কেয়ারে তাঁর চিকিৎসা চলছিল। শুক্রবার বিকেলে ব্রেন ডেথ হয় তাঁর। ডাক্তারবাবুরা পরিবারের লোকজনকে জানান হরিপদবাবুর ব্রেন ডেথ হয়েছে। এই ব্রেন ডেথ ব্যাপারটা কী, তা বুঝতেনই না দিনমজুরের পরিবারের লোকজন। তাঁদের বিষয়টা বুঝিয়ে হরিপদবাবুর অঙ্গদান করার প্রস্তাব দেন ডাক্তাররা। তাঁরা বোঝান, যে মানুষ আর পৃথিবীর আলো দেখতে পাবেন না, তাঁর শরীরের অঙ্গেই প্রাণ পাবে আরও অনেকে। শোকার্ত পরিবার সঙ্গে সঙ্গেই রাজি হয় অঙ্গদানে।
এরপর ভোররাতেই গ্রিন করিডর করে হরিপদবাবুর হার্ট নিয়ে যাওয়া হয় হাওড়ার নারায়ণা হাসপাতালে। কলকাতা পুলিশের সহযোগিতায় সঠিক সময়েই হার্ট পৌঁছে যায় হাসপাতালে। সেখানে হার্ট প্রতিস্থাপন হয় কল্লোল কুমার চৌধুরীর (৫৭) শরীরে। হরিপদবাবুর হার্ট পেয়ে স্থিতিশীল আছেন কল্লোবাবু। জানা গিয়েছে, হরিপদবাবুর দুটি কিডনিই প্রতিস্থাপন করা হয়েছে এসএসকেএমের দুই রোগীর শরীরে। পাশাপাশি কর্নিয়া, ত্বক ও টিস্যু সংরক্ষণ করা হয়েছে হাসপাতালেই। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে অভিনন্দন জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। উল্লেখ্য এর আগেও বেশ কয়েক বার ব্রেন ডেথ হওয়া পর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দানের নজির রয়েছে কলকাতায়৷ অঙ্গদানের প্রয়োজনীয় ও সচেতনতা প্রচারের পরে এখন তা আরও বেড়েছে। করোনা অতিমারীর সময় অঙ্গদানের দৃষ্টান্ত তৈরি হয়েছিল এ শহরে। এবার সেই ধারা বজায় রাখল এসএসকেএম।