তৃণমূল কর্মীকে গাছে বেঁধে গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা। সোমবার এই কাণ্ড ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরির হেঁড়িয়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল কর্মীকে ভর্তি করানো হয়েছে কাঁথি হাসপাতালে। ওই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।
হাসপাতালে শুয়ে ওই তৃণমূল কর্মী অভিযোগ করেছেন, ৩০ থেকে ৪০ জন তাঁর উপর হামলা চালায়। তাঁকে গাছে বেঁধে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ। এর পর তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে দেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি। হাসপাতালের শয্যায় শুয়ে কান্নায় ভেঙে পড়েন ওই তৃণমূল কর্মী। তিনি যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত।
প্রাথমিক ভাবে অভিযোগ জানানো হয় খেজুরি থানায়। পরে তৃণমূলের তরফে হেঁড়িয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁদের খোঁজ চলছে।