গত দু’দিন ধরে সোশাল মিডিয়ায় একটা পোস্ট ভাইরাল হয়েছে। তাতে দাবি করা হয়েছে, পঞ্চায়েত ভোটে যে ৬৯৬টি আসনে পুনর্নিবাচন হয়েছে, তার মধ্যে ৩৮০টিতে জিতে গিয়েছে বামেরা। কংগ্রেস জিতেছে ১২২টি আসনে। আর বিজেপি ৯১টি আসনে জিতেছে।
ওই পোস্টে দাবি করা হয়েছিল, পুনর্নিবাচনে মাত্র ৬৫টি আসনে জিতে চতুর্থ হয়েছে তৃণমূল। কিন্তু সোমবার নির্বাচন কমিশন জানিয়ে দিল সোশাল মিডিয়ায় ভাইরাল ওই পোস্টের দাবি ঝুটো। এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, পুনর্নির্বাচনের ৭৬২টি আসনের [৬৯৬+৬৬ (এই ৬৬টি আসন হল ডবল সিট)] মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে ৪৭০টি আসনে।
দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপিতে। তারা জিতেছে ১০৩টি আসনে। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তারা ৯১টি আসনে জিতেছে। আর বামেরা হয়েছে চতুর্থ। সিপিএম আসলে ১০ শতাংশেরও কম আসনে জিতেছে। তারা জিতেছে ৬২টি আসন। সেই সঙ্গে ২৬টি আসনে জিতেছেন নির্দলরা। আর অন্যান্যরা জিতেছেন ১০টি আসনে।