দীর্ঘদিন ধরেই স্টেশনে ফুটব্রিজ সম্প্রসারণের দাবি জানিয়ে আসা হচ্ছিল। তবে কর্তৃপক্ষ তাতে কান না দেওয়ায় এবার শিয়ালদহ মেন শাখার বারাকপুরে রেল অবরোধ। যার ফলে সপ্তাহের প্রথম দিন শিয়ালদহ মেন লাইনের একাধিক শাখায় বন্ধ ট্রেন চলাচল। চূড়ান্ত দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা।
এদিন সকাল ৮টা থেকে বারাকপুরের ১৪ নং রেলগেট অবরোধে শামিল বারাকপুর নাগরিক মঞ্চ। তাদের মূল দাবি, প্ল্যাটফর্মের উপর ফুটব্রিজটি সম্প্রসারিত করতে হবে। আসলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে গেলেও ব্রিজটির আর সম্প্রসারণ করা হয়নি। ৪ নং ও ২ নং প্ল্যাটফর্ম রেলব্রিজ দ্বারা সংযুক্ত থাকলেও ১ নং প্ল্যাটফর্ম পর্যন্ত তা নেই। ফলে ব্যস্ত সময়ে যাত্রীদের বারবার ব্রিজ বদল যাতায়াত করতে অনেকটা সময় লাগে। কখনও ট্রেন ছাড়তেও হয়।
সেই কারণেই টানা রেলব্রিজের দাবি তুলেছিলেন নিত্যযাত্রীরা। গণসাক্ষর-সহ একাধিক কর্মসূচি করা হয়েছিল। কিন্তু কোনও সুরাহা হয়নি। রেল সেই আবেদনে সাড়া দেয়নি বলে অভিযোগ। এর প্রতিবাদেই সোমবার সকাল থেকেই অবরোধে নামেন তাঁরা। অবরোধকারীদের দাবি, দিন ১৫ আগে থেকেই তাঁরা স্টেশন চত্বরে প্রচার করেছিলেন এই অবরোধ কর্মসূচির কথা। সেইমতো আজ রেল অবরোধ করা হচ্ছে।